শীতের উষ্ণতা
শীতের কাঁপন শুরু হলো
গাছের কম্পণ দেখি বাতাসে
শীতের ছোঁয়ায় নৃত্য করে ফড়িং
দোয়েল কোয়েল সব
দূরন্ত সূর্য দূরে বসে হাসে।
ন্যাংটা শিশুরা কাপড় পরতে শিখে যায়
হ্যাংলামি বাদ দেয়, ধরে মায়ের কোল।
মায়ের উষ্ণতায় চোখ বুজে আসে
পৃথিবীর তাবৎ উষ্ণতা মায়ের কোলে।