একটি স্বাধীন দেশ পেয়েছি

তেইশটি বছর আমরা ছিলাম
নিষ্পেষিত একটি জাতি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
জ্বালান স্বাধীনতার বাতি।
নীল আকাশে সগৌরবে
লাল-সবুজের নিশান ওড়ে,
একটি স্বাধীন দেশ পেয়েছি
ছাব্বিশে মার্চ একাত্তরে।
তিরিশ লক্ষ জীবন দানে
চূড়ান্ত জয় পেলাম শেষে,
দুই লক্ষ মা ও বোনের
সম্ভ্রমে তা আছে মেশে।
নয়টি মাসে পাকহানাদার
দূর করেছি লড়াই করে,
সেই ইতিহাস স্মরণ করে
মনটা সবার গর্বে ভরে।