Skip to content

২১শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

৩য় বছরে পা রাখলো সদাগর.কম

দেশের জনপ্রিয় বি২বি হোলসেইল মার্কেটপ্লেস সদাগর.কম পা রেখেছে ৩য় বছরে।

সদাগর.কম দেশের অন্যতম বড় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর একটি। সাফল্যের ৩য় বছরে পা দেয়ার সাথেসাথে প্রতিষ্ঠানটি করোনা মহামারীর মধ্যেই দেশজুড়ে তাদের ব্যবসায় ছড়িয়ে দিয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের ব্যবসায়ীরা সদাগর.কম থেকে ভেন্ডর মূল্যে বড় বড় সব ব্রান্ডের পণ্য কিনে সফলতার মুখ দেখছেন। প্রতিষ্ঠানটির বড় শক্তি তাদের কাজের ধরন।

তিনবছরে প্রতিষ্ঠানটি ব্র্যাক, WFO, সরকারী বিভিন্ন মন্ত্রণালয় ও প্রজেক্টে কাজ করছে সফলভাবে। সদাগর.কমের সিইও আরিফ চৌধুরী বলেন, "আমাদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের সকল ক্রেতা, বিক্রেতা, ব্যবসায়ী, কর্মকর্তা, কর্মচারীসহ সাংবাদিক ভাইদের উষ্ণ অভিনন্দন।" সহপ্রতিষ্ঠাতা জাহিদ শাহ বলেন, "আজকের বসন্তে ভালোবাসার দিনটিকে স্মরণীয় করতে বিকেল চারটায় আমাদের গুলশান প্রধান কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা কৃতজ্ঞতা ও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের।"

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ