Skip to content

১২ই নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবেসে গোলাপ

ভালোবাসার সাথে গোলাপ ওতপ্রোতভাবে জড়িত। প্রেমিক কিংবা প্রেমিকা যে কাউকে ভালোবাসার শুভেচ্ছা পাঠাতে গোলাপ অনন্য। তবে এই গোলাপের আছে অনেক অর্থ। 

লাল গোলাপ : নির্দেশ করে উত্তেজনা আর শারীরিক আবেগভরা ভালোবাসা
সাদা গোলাপ : নিরীহ আর খাঁটি ভালোবাসার প্রতীক
গোলাপি গোলাপি : বন্ধুত্বের প্রতীক, ভালোবাসা শুরু হওয়ার সংকেত
হলুদ গোলাপ : শ্রদ্ধা আর দায়িত্বশীলতার প্রতীক
এ-তো গেল গোলাপের রঙের ব্যবচ্ছেদ। তবে গোলাপ গুনে গুনেও কিন্তু অনেককিছু প্রকাশ করা যায়। যা আমরা অনেকেই জানি না।

১টি গোলাপ = প্রথম দেখায় প্রেম
২টি গোলাপ = সাধারণ ভাববিনিময়
৩টি গোলাপ = আমি তোমাকে ভালোবাসি
৭টি গোলাপ = তোমার প্রেমে পাগল
৯টি গোলাপ = আমরা সারাজীবন একসাথে থাকব
১০টি গোলাপ = তুমি শুধুই আমার
১১টি গোলাপ = পৃথিবীতে তোমাকেই আমি সবচেয়ে বিশ্বাস করি
১২টি গোলাপ = প্রতিশ্রুতি দিলাম সব সময় কাছে থাকব
১৩টি গোলাপ = সারাজীবন বন্ধুর মতো কাছে থাকব
১৫টি গোলাপ = আমি দুঃখিত
২০টি গোলাপ = আমি সারাজীবন বিশ্বাসী হয়ে থাকব
২১টি গোলাপ = আমি তোমার কাছে দায়বদ্ধ
৩৬টি গোলাপ = আমাদের ভালোবাসার মুহূর্তগুলো আমি সারাজীবন মনে রাখব
৪০টি গোলাপ = আমার পুরো হƒদয় দিয়ে আমি তোমাকে ভালোবাসি
১০৮টি গোলাপ = আমাকে বিয়ে করবে? 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ