মুক্তির গান
যুদ্ধ শেষে গাইল পাখি
ফুটল গাছে ফুল,
লাল সবুজের নিশান উড়ে
মনটা তাই ব্যাকুল।
মায়ের মুখে ফুটল হাসি
লাখো ত্যাগের পরে,
বাবার খুশি জগৎ রাঙায়
স্বাধীনতার তরে।
বোনের চোখে উড়াল স্বপ্ন
জাগে নতুন দিনে,
বিজয় পেলাম মুক্তি এলো
লক্ষ প্রাণের ঋণে।