Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাগুনের উত্তাপ

ফাগুনের উত্তাপ আজ ছড়িয়ে পরেছে, 
আকাশে-বাতাসে আর মনের আঙিনায়। 
কোকিলের সুরে আর শিমুল ফুলের গন্ধে, 
ফাগুনের বার্তা ছড়িয়েছে বেশ। 
মনের ঘরে বাসা বেধেছে বসন্ত আর ভালোবাসা, 
তারই সুভাষে আজ মনঃপ্রাণ উৎফুল্ল। 

নদীর ধার, পুকুর পাড়, অথবা ফুলের বাগান 
সবখানেই আজ বসন্ত লেগেছে। 
কৃষ্ণচূড়ার লাল আবরণে ঢেকেছে পথ, 
মৌমাছিরাও আজ ব্যস্ত, শুধু বসন্তের আবহে৷ 
শিল্পীর আঁকা ছবিতে, রূপকথার রাজ্যে 
আজ শুধু বসন্তের আনাগোনা দেখছি।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ