হেমন্তের ছোঁয়া
শরৎকালের শেষে
হেমন্তকাল এসে –
হিমেল হাওয়া পেয়ে
ঘুমায় সোনার দেশে।
মেঘের খেয়া উড়ে
হারায় অনেক দূরে,
মাঝি নদীর বুকে
গান গেয়ে যায় সুরে।
শিশির ঝরে ঘাসে
সোনালী ধান হাসে,
মৌ মৌ মৌ ঘ্রাণে
প্রাণ জুড়িয়ে আসে।
জোনাক জ্বলে রাতে
ঝিঁঝিঁ ডাকে সাথে,
নবান্ন উৎসবে
বীর বাঙালি মাতে।