ডুমুরের ফুল
মনে পড়ে বহুদিন, চিঠি তো লিখি না;
ডুমুরের ফুল তুমি; তোমারে দেখি না।
চলে গেলে বহুদূর, কোনো দেখা নাই;
আজো এই হৃদয়েতে—ফিরে পেতে চাই!
কেউ তো বলে না তব স্বরে সেই কথা;
ভালোবাসি—ভালোবাসি’ তা’ নয় অজ তা!
ফিক করে হেসে দিলে; গালে পড়ে টোল,
কে শোনাবে দরদিয়া সুমধুর বোল!
বেলাশেষে মুখোমুখি পাশাপাশি এসে;
না বলা সে কথাগুলো যেতে রোজ খসে!
সময়ের ব্যবধানে সবকিছু মেকি;
দাদুরী কাঁদানো সন্ধ্যা উদাসীন সে কী?
চাতকের মতো তবু ছটফট করে,
বৃষ্টিহীনে যাব দেখো একদিন মরে!
বলেছিলে কোনোদিন যাবে নাকো ভুলে
পাতবে না সংসার এ— দুনিয়ার কূলে!
সব হলো—সব হলো; —কথা হলো মিছে,
বৃথা গেলো স্বপ্ন—আশা; ঘুরে তব পিছে!
চেয়ে থাকি নীলাম্বরে উঠে কবে শশী;
সব ভুলে ফিরে এসো— মুখোমুখি বসি!