Skip to content

২০শে আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ | শনিবার | ৫ই ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ

অন্তরালে

হরহামেশা লোকচক্ষুর অন্তরালে অহরহ ঘটছে কত
অতর্কিত নির্মমতার ধ্বংশযজ্ঞ আর রক্তের হোলি।
কে রাখে সেসবের পুঙ্খানুপুঙ্খ হিসাবের খতিয়ান
তাজা রক্তে ভিজে রাজপথ রঞ্জিত কে রাখে খবর।

বুলেটবিদ্ধ আত্মাবিবর্জিত তরুণ তাজা প্রাণের বিনাশ
নির্জন ভাগাড়ে দিনে বেলা টানে শেয়াল আর শকুনে।
বেওয়ারিশ দেহগুলো মজা পুকুরে ফুলে গন্ধ ছড়ায়
বিকৃত মুখমন্ডলে বিন্দুমাত্র লেশ মেলেনা পরিচয়ের।

অন্তরালের পরিণয়ের বেহিসেবী সঙ্গমের ফসলগুলো
অকালে স্পন্দিত ডাস্টবিন কিংবা জঙ্গলের ভাগাড়ে।
শেয়াল-শকুনে টেনে কুড়েকুড়ে খায় অকালে নিঃশেষ
অপবিত্রতায় পরিপূর্ণ প্রণয়ের সমাপ্তি অতি অকালে।