জন্মভূমি
বাংলা আমার জন্মভূমি
সুখের অনুক্ষণ,
তোর জঠরে জন্ম নিয়ে
ধন্য আমার মন।
অঙ্গে তোর লাল শাড়ি
সবুজ আঁচল বুকে,
তোর কোলেতে মাথা রেখে
শহিদ ঘুমায় সুখে।
তোর মমতার ছায়াতলে
ঘুমায় হাজার বীর,
তোর কাঁদনে গড়িয়ে পড়ে
দুখী চোখের নীর।
তোর খুশিতে ভরে ওঠে
মাঠ-ফসলের হাসি,
তোর সুরেতে বাজে মাগো
মধুর সুরে বাঁশি।
তোর কোলেতে জন্ম নিতে
আসবো বারংবার,
তুই যে আমার সবার সেরা
আমার অহংকার।