বসন্তের শহরে
নতুন রূপে বাসন্তী গান
গাইছে সুরে সুরে,
পক্ষীরা সব বাঁধলো বাসা তাদের আপন নীড়ে।
রাখাল মাঠে বাজায় বাঁশি
ঘাটে ফিরবে মাঝি,
জমিতে ধান করবে চাষি
বিয়ে পড়বে কাজি।
মেঘমুক্ত আকাশেতে দেখছি আমি তাকিয়ে,
আগমনী বসন্তের রূপ পড়বে সেথায় ছড়িয়ে।
নিশি রাইতে ঝিঝি ডাকে ছড়ায় আলো প্রহরে,
চন্দ্র যেন হার মেনেছে বসন্তের এই শহরে।