ষড়ঋতুর দেশটা আমার
ফাগুন মাসে ফুটে পুষ্প চৈত্র মাসে খরা
তৃষ্ণা কাতর কাকটা দেখে পানিশূন্য ঘড়া
বৈশাখ মাসে কালবৈশাখীর ঝড়
ডালের সাথে উড়ে টিনের ঘর
জ্যৈষ্ঠ মাসে আমের সাথে পাকতে থাকে কাঁঠাল
রয়ে সয়ে না খেলে যে মুখটা হবে আঠাল।
আষাঢ় মাসে পানি বেড়ে দেশে লাগে বন্যা
নায়ের ছই-এ বসে থাকে মোড়ল বাড়ির কন্যা
শ্রাবণ মাসে ফুটে কদম ফুল
ভাল্লাগে না কদম ছাটের চুল
ভাদ্র মাসে লম্বা গাছে তালটা থাকে পেকে
তালের রসের পিঠা খেতে গ্রামে যাবি কে কে।
আশ্বিন মাসে বিলের মাঝে ফুটে হাজার পদ্ম
শাপলা ফুলের বিলাস দেখে উধাও মনের গদ্য
কার্তিক মাসে মাঠে কাঁচা ধান
অমন দৃশ্য দেখতে গ্রামে যান
অঘ্রাণ মাসে পাকা ধানে সোনা ভরা মাঠে
তৃপ্ত কৃষক সুঘ্রাণ টেনে ক্ষেতের আইলে হাঁটে।
পৌষ মাসে শীতটা এসে জেকে বসে দেশে
আগুন জ্বেলে পাশে বসে পিঠা খাওয়া হেসে
মাঘের শীতে জবুথুবু বাঘ
সর্ষে ক্ষেতে মৌমাছিরা জাগ
ষড় ঋতুর দেশটা আমার নেই তুলনা অন্যে
ধন্য জীবন এই দেশেতে জন্ম হওয়ার জন্যে।