দ্রব্যমূল্যে যুদ্ধের আঁচ
দ্রব্যমূল্য বাংলাদেশে
এমনি বাড়ে রোজ
নতুন করে ব্যবসায়ীরা
যুদ্ধের পায় খোঁজ!
হঠাৎ করে যুদ্ধ লাগায়
রাশিয়া ইউক্রেনে
দাম বাড়ানোর নতুন ইস্যু
ঢুকে গেছে ব্রেনে।
মূল্যবৃদ্ধির ফন্দিফিকির
চলছে সিন্ডিকেটে
খাদ্য-সঙ্কট দিচ্ছে দেখা
খবর ছড়ায় নেটে।
সবার মনে চিন্তা ভারী
সামনে আবার রোজা
দ্রব্যমূল্যে যুদ্ধের আঁচ
লাগলো এসে সোজা।