ফেব্রুয়ারি
ফেব্রুয়ারির ইতিহাস ভাই
মনে সবার আছে
একুশ তারিখ পরিচিত
বিশ্ববাসীর কাছে।
রফিক শফিক শহীদ হলেন
নাম অজানা কত?
বীর বাঙালী ভয়ের কাছে
হয়না কভু নত।
বায়ান্নতে ভাষার জন্য
লড়াই অনেক করে
কত মানুষ জীবন বিলায়
বাংলা ভাষার তরে।
ফেব্রুয়ারির একুশ তারিখ
রাজপথে তাই সবে
সবার মুখে একই বুলি
আনতে বিজয় হবে।
শত্রুদের সব রুখে দিয়ে
পেলাম প্রিয় ভাষা
এমন বিজয় পেয়ে সবার
মনে সুখের বাসা।