Skip to content

৯ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তরুণীরা যা বললেন

নারী একসঙ্গে মা, মেয়ে, বোন, স্ত্রী। প্রতিটি পরিচয় ও সম্পর্কই নারীদের কাছে থাকে বিশেষ মর্যাদাসম্পন্ন। কথায় আছে ‘যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন’। তার উল্লেখযোগ্য উদাহরণ হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি নিজ দক্ষতায় সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছেন। একজন মা যেমন সন্তানদের নিজের সবটা দিয়ে আগলে রাখেন, ঠিক সেভাবেই তিনি বাংলাদেশকে আগলে রেখেছেন। বিপদ যেন কাউকে ছুঁতে না পারে, সেদিকে রেখেছেন খেয়াল। বিশ্বের কাছে নতুন পরিচিতি দিয়েছেন বাংলাদেশের। আজ ২৮ সেপ্টেম্বর। ১৯৪৭ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। এই মায়ের জন্মদিনে তরুণ প্রজন্ম তাকে নিয়ে দিয়েছেন নানা ইতিবাচক মতবাদ। তাকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নাহিন আশরাফ বলেন, ‘একজন নারী হয়ে তিনি যেভাবে দেশ শাসন করছেন, তা অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণার। তিনি দীর্ঘজীবী হোন। বাংলাদেশ তার হাত ধরে আরও উন্নতির মুখ দেখুক।’

হ্যাপি ঘোষ বলেন, ‘একজন নারী নেত্রী হিসেবে খুবই দক্ষ হাতে দেশকে পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় তার অবদান অপরিসীম। সোনার বাংলাদেশ গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন প্রতিনিয়ত। অদূর ভবিষ্যতে তিনি শক্ত হাতে দেশের উন্নয়ন সাধন করবেন। একজন নাগরিক হিসেবে তার সুস্বাস্থ্য কামনা করছি।’

সাজ হোসেন বলেন, ‘১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদীর তীরে টুঙ্গিপাড়া নামে ছোট একটি গ্রামে জন্মগ্রহণ করেন এক দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী। যিনি আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, “মাদার অব হিউমেনিটি” খ্যাত, বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু পরবর্তী সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা। তার আজ ৭৬তম জন্মদিন। শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।’

তানহা তাসনিম ইফাজ বলেন, ‘আজ দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। তার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি। তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন।’

আয়শা জাহান বলেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো আমাদের দেশনেত্রী নারী ক্ষমতায়নের প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আপনি এভাবেই মা-মাটির জন্য কাজ করে যান।’

দেবিকা দে বলেন, ‘প্রথমত, প্রধনমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। তাকে দেশরত্ন বলে আখ্যায়িত করা হয়। তিনি আমাদের দেশের গর্ব। নারীশক্তির অনুপ্রেরণা। শিক্ষা, উন্নত সড়ক, কর্মসংস্থান, চিকিৎসাসহ সব ক্ষেত্রে তার উন্নয়নের ছাপ রয়েছে।’

ইরতাজ জান্নাত মিম প্রধানমন্ত্রীর জন্মদিনে নিজের মনোভাব ব্যক্ত করে বলেন, ‘সালটা ছিল ১৯৪৭। ২৮ সেপ্টেম্বর বঙ্গমাতা ফজিলাতুন্নেছার কোল জুড়ে আসে এক কন্যা সন্তানের কান্নার আওয়াজ। কেই বা জনিত এই কন্যা সন্তারই হাল ধরবে পুরো দেশের। এই কন্যা সন্তানই হবে দেশের উজ্জ্বল মুখ ও সকলের গর্ব।’

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ