স্বৈরাচার সময়
একজীবনে না পাওয়ার মিছিল,
শ্লোগানের পর শ্লোগান
দাবিগুলো প্ল্যাকার্ড হাতে চিৎকার করে
এটা চাই ওটা চাই
হায়! হায়! নাই! নাই!
স্বৈরাচার সময় বড্ড বেরসিক
বড় তাড়া তার ছুটে পালাবার,
নেতা আসে নেতা যায়
সম্ভাবনার কথা বলে
স্বপ্নরা পড়ে থাকে ইথারের বাসরে।