Skip to content

২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তুমি উন্নত মম শির

হে উন্নত মম শির!
তোমার আলোক-নহরে শব্দরা জাগে
দ্রোহের ঝংকারে ভাঙে গোলামির জিঞ্জির।
বুকের পিঞ্জর খুলে উড়ে যায় মুক্ত পাখি,
অনুভব থেকে অনুভবে আছো চির মহিমায়।

হে বিদ্রোহী কবি,
মহাকালের উদিত রবি!
হৃদয় ভূমিতে ছিল বহমান দুঃখের তটিনী,
তবু এঁকেছ কবিতা আর গানে
প্রেমময় অসাম্প্রদায়িক ছবি।

প্রিয় তুমি গানের বুলবুল,
তুমি শেকল ভাঙার গান তুমিই নজরুল!
তোমাকেই ভেঙে নিজেকে যে গড়ি
তুমি হতে শিখি তোমাকেই যুগে যুগে পড়ি
শত কবির কাব্যের ধ্বনি, চেতনার শব্দফুল।

তুমি বিদগ্ধ প্রেমিক,
প্রণয় সঞ্চিতা, পিযুষ দহনে অগ্নিবীণা!
তোমাকে অতিক্রমের দুঃসাহস নেই জানা,
ঐশ্বরিক অনুভবে তোমার সৃজন জ্ঞানে
তুমি অমর কালজয়ী, ব্যপ্তির বহুদূরে লৌকিক
কারাবন্দী হয়েও নির্ভীক মুক্তির চেতনা
তোমার অমর কথামালা প্রাণসঞ্চারী মৌলিক।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ