বাংলার প্রিয় কবি
সবার কবি প্রিয় কবি
বাবরি চুলে মেধার জ্ঞানে,
কলমে ওঠে বিদ্রোহী সুর
বাঙালিদের দেখায় মুক্তির পথ।
বাংলার কবি মুক্তির কবি
বাংলা সাহিত্যের মধ্যমণি,
তাহার সৃজনে খোঁজে পায়
ব্রিটিশ বিরুদ্ধে বাঙালির জয়।
প্রাণের কবি গানের কবি
নবীর প্রেমে মগ্ন তুমি,
নবীকে নিয়ে লিখেছ নাত
আল্লাহকে নিয়ে লিখলে হামদ।
জাতীয় কবি বিদ্রোহী কবি
তুমি মোদের বাংলার বুলবুল,
তোমার আদর্শে পথ চলা
তোমার সাহিত্যচর্চায় করি মনোনিবেশ।