বাংলার পথেঘাটে
এই বাংলার ধুলোমাখা পথে
আমি চলি অবিরাম
বাংলা আমার জীবন মরণ
সবচেয়ে প্রিয় ধাম।
বাংলা আমার মা জননী
প্রিয় মুখের ভাষা,
বাংলায় দেখি কতশত
বাঁচার নতুন আশা।
স্বপন দেখি বাংলায় আমি
বাঁচার নতুন আশায়,
বারো মাসে তেরো পার্বণে
বাংলা আমায় নাচায়।
ভুলতে আমি পারবো নাকো
কভু এই বাংলাকে,
সকাল সন্ধ্যা কাটে আমার
মাগো তোমায় দেখে।
অনন্যা/এসএএস