হেমন্ত আসে বসন্ত রাগে
হিমের আভাস নিয়ে শুনালে তুমি হেমন্তের বাণী
পাঠালে হলুদ খামে শীতের বার্তা খানি,
প্রাকৃতিক দানের সমারোহে এলে ঋতুর রাণী।
শরতের নুয়ে পড়া কাশফুলে তোমারই বসবাস
শিশিরস্নাত দূর্বাঘাসে রেখেছ শীতের পূর্বাভাস,
মাঠে-ঘাটে কুয়াশা ছুঁয়ে নামে নবান্নের উৎসব।
দুপুরে বৃক্ষের দুরন্ত শাখা ঝিমায় শুনে হেমন্তগীত
সোনালি ফসলের ঘ্রাণ মাখে কৃষাণীর দক্ষ হাত
তামাটে সূর্যটা ধীরে খুঁজে নেই গোধূলির পথ।
নিঝুম বিকেলে ঘুঘুদের ডাকে ভুলেছে সব কাজ
শুকনো পাতার মর্মরে ভাবুক বিবর্ণ আকাশ
ঝরাফুলে অভিমানী গালফোলা কিশোরীর সাজ
পাতা ঝরা শেষে সবুজ বুনো লতায় আসবে ওগো
প্রজাপতি খুনসুটি সোহাগী বসন্ত ঋতুরাজ।