খেলা সে তো খেলাই
কাতারেতে খেলা চলে
মজা পাই বেশ,
প্রিয় দলের জিত হলে
খুশি খুশি রেশ।
রাত তিনটায় বাজি ফাটে
জয়ী দলের জন্য,
মেসি,নেইমার হয় যদি
করি ধন্য ধন্য।
নিজ দলের হলে হার
মনটা হয় ভীষণ ভার।
বুকের ভেতর কষ্টের ছাপ
ভাল্লাগে না চায়ের কাপ।
খেলা শেষে ভোলে ওরা
ঠক্-জেতার মানে,
দূর থেকে আমরাই তো
ভাসি দুঃখ বানে।