বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর নারী কনস্টেবল মোতায়েন
নারী পাচারকারীদের হাত থেকে সীমান্ত সুরক্ষার লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে নারী কনস্টেবল মোতায়েন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট'র এক প্রতিবেদনে জানা যায় এসব তথ্য। সীমান্তের হরিদাসপুর-জয়ন্তীপুর বর্ডারে নারী কনস্টেবল মোতায়েন করা হয়েছে।ভারত-বাংলাদেশ সীমান্তের এই হরিদাসপুর-জয়ন্তীপুর বর্ডার ফাঁড়িতে মোট ৩৬ জন নারী কনস্টেবল মোতায়েন করা হয়েছে।
ঐ সীমান্তে ভারতের অন্তর্গত একটি গ্রামে ৫৬ জন নারী বাস করেন, যারা প্রায়শই উভয় দেশ ভ্রমণ করেন। তাই ভারতে প্রবেশের আগে তাদের তল্লাশির জন্য সীমান্তে নারী কনস্টেবল মোতায়েন করা হয়েছে বলে মিন্ট'র ঐ প্রতিবেদনে বলা হয়।
সীমান্তে নিয়োগপ্রাপ্ত এক নারী কনস্টেবল এর ইন্টারভিউ তুলে ধরা হয় ঐ প্রতিবেদনে। সুহাসিনী পুহান নামে ঐ নারী কনস্টেবল বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত ঐ গ্রামের বেশ কিছু বাসিন্দা অবৈধ কার্যকলাপে জড়িত। ওই গ্রামের নারীরা যেন ভারতে কোনো কিছু পাচার করতে না পারেন, তাই নারী কনস্টেবলরা তাদের তল্লাশি করেন।