নতুন দিনের গান
সব ভুলে যাও
সুর তুলে গাও
নতুন দিনের গান
মনে জ্বালো
আশার আলো
আসবে সুখের বান।
বিশ্বজুড়ে
শীর্ষ খবর
এলো নতুন বছর
মানবতার
সব জনতার
বাড়ুক আরো কদর।
যাও এগিয়ে
সব এড়িয়ে
বিশ্বকে লও গড়ি
আসবেই তবে
হাসবেই সবে
ভিড়বে সুখের তরী।
আহমাদ কাউসার প্রকাশ:
সব ভুলে যাও
সুর তুলে গাও
নতুন দিনের গান
মনে জ্বালো
আশার আলো
আসবে সুখের বান।
বিশ্বজুড়ে
শীর্ষ খবর
এলো নতুন বছর
মানবতার
সব জনতার
বাড়ুক আরো কদর।
যাও এগিয়ে
সব এড়িয়ে
বিশ্বকে লও গড়ি
আসবেই তবে
হাসবেই সবে
ভিড়বে সুখের তরী।