ইচ্ছে নদী
পৃথিবীর সমস্ত নীরবতা যখন নেমে আসে রাতে
গভীর রাতে গভীর ঘন কুয়াশায় শিশির বিন্দু পড়ে,
টুপটাপ শব্দ শুনি নীরব রাতের আঁধারে।
রাতের শেষে প্রভাতে শিশির কণায় কণায়
স্বচ্ছ জলে ভেসে ওঠে একটা ছবি
খুঁজে ফেরা প্রিয় ছবি।
ঘুরে ঘুরে প্রকৃতির সঙ্গে গড়ে ওঠে সখ্যতা
সারি সারি গাছের সারি সবুজ শাড়ি নীলাম্বরী
মিলাই তোমারে।
সবুজ পাতা রঙের কাঁচের চুড়ি
কোমল হাত দু'টো ভরি
কপালে নীল টিপ দ্যুতি, আহা ! অপরূপ মরি মরি।
পৃথিবীর সমস্ত সুন্দর নীরবে করেছো চুরি।
হাসিতে জোছনা প্লাবন
ওঠে নদী ঢেউ,
হৃদয়ের সর্বস্ব লুট, নিয়েছো সব কাড়ি
প্লাবিত ইচ্ছে নদী করেছে সমর্পণ
অভিসার।