Skip to content

২৯শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৪ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

কাঠফাটা রোদে ঝরাতেই পারে বৃষ্টি

ক্রোধ বিনাশময়, বিষাদের আগুন
আলোক ছুটে অন্ধকারে
সুখকে নিয়ে যায় রাবণের চিতার
অতল গহ্বরে।

 

ধৈর্য ধারণ দুঃখের সঙ্গী
বোঝা যার কাঁদে
সে কি এড়াতে পারে? 
বৈঠা-বিহীন ভাসমান নৌকো বেগবান স্রোতে কঠিন ফাঁদে।

 

কেউ হাসে বিদ্রূপ, দেখে বাঁকা চোখে
কারো মনের ভিতর দুখের ঝংকার তুলে
জীবনের পিচ্ছিল পথে আটকে থাকে
ক্ষতবিক্ষত হয় সুখের শরীর মৌমাছির হুলে।

 

কেউ পথকে করে কাঁটাময়
কেউবা পথের কাঁটা তুলে সরিয়ে দেয়
জীবনকে করে আলোকময়
হৃদয়ে সূর্যোদয়।

 

মনের ভিতরে গেঁথে থাকে সেজন
প্রত্যুৎপন্নমতি যে জন
কাঠফাটা রোদে ঝরাতেই পারে বৃষ্টি
মাটি ফাটা রোধে থামাতে মাটির ক্রন্দন।