খোকন সোনার বিজয়
দুষ্ট ছেলে খোকন সোনা
কাছে এসে
কানে কানে কয়,
পরাধীনতায় বন্ধী জীবন,
আমার নাহি সয়।
টাক – পয়সা ধনে-জনে.
সবই লুটে নেয়,
মিসকিন বলে আমায় ওরা,
ধিক্কার শুধু দেয় ।
আমি-আমরা, আম জনতা
অধিকারের কথা বলি,
এদিক-ওদিক না তাকিয়ে ওরা
শুধু চালায় গুলি ।
থামিনি তবুও হইনি পিছুপা
দিয়েছি রক্ত ঢেলে,
ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে
এনেছি স্বাধীনতার মশাল জ্বেলে।
একুশ পেরিয়ে, ছাব্বিশ দিয়ে
এনেছি স্বাধীনতা
১৬ ডিসেম্বর বলছি শুধু
মহান বিজয়ের কথা ।