নারী ফুটবল লীগ নিয়ে সতর্ক অবস্থানে বাফুফে
নারীদের ফুটবল লীগ নিয়ে বেশ সতর্ক অবস্থানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া নারী ফুটবল লীগ শুরু করার বিষয়ে এখনও কোন সিদ্ধান্তে আসতে পারেনি বাফুফে।
অন্যদিকে, পুরুষদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অনিশ্চয়তা থাকলেও তা আলোর মুখ দেখছে । সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই শুরু হবে লীগ।
মার্চের ৩১ তারিখে আট দলের অংশগ্রহণে শুরু হয়েছিল নারী ফুটবল লীগ। তবে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে লীগের প্রথম পর্ব শেষ না হতেই স্থগিত করা হয়ে যায়। ছেলেদের লীগ নিয়ে বাফুফে সিদ্ধান্তে পৌঁছাতে পারলেও মেয়েদের লীগ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি।
দেশের করোনা পরিস্থিতির কারণে নারী লীগ নিয়ে বেশ সতর্ক বাফুফে। বর্তমান অবস্থায় কোন ঝুঁকি নিতে চাচ্ছে না ফেডারেশন। লীগ শুরু করার ব্যাপারে নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ছেলেদের লীগটা ৩০ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে।
সেই লীগটা ঠিকভাবে শুরু হলে আমরা মেয়েদের লীগ শুরু করতে পারবো। মেয়েদের ব্যাপারে আমরা কোন ঝুঁকি নিতে চাচ্ছি না। দরকার হলে সময় নিয়ে ঈদের পর লিগ শুরু করবো।`
এদিকে, নারী ফুটবল লীগে অংশ নেওয়া ক্লাবগুলোও রয়েছে অনিশ্চয়তার মধ্যে। লীগ কবে শুরু হবে সে সম্পর্কে কিছুই জানেন না তারা। লীগ শুরুর উপর নির্ভর করছে ক্লাবগুলোর ক্যাম্প শুরু করার প্রক্রিয়া।