বিজয়
স্বাধীন দেশের মানুষ আমরা পরাধীন নয়
যুদ্ধ করে ছিনিয়ে এনেছি নেই কোনো ভয়।
ত্রিশ লক্ষ শহীদের রক্তে লেখা বাংলাদেশ
স্বাধীনতা ফিরে পেলাম যুদ্ধের অবশেষ।
শ্রদ্ধা ভরে স্মরণ রাখি শহীদ হয়েছেন যারা
ভালো কাজে জীবন দিয়ে অমর হল তারা।
শপথ করি আমরা সবাই গড়তে সুন্দর দেশ
জঞ্জাল সব করবো সাফ, গড়বো পরিবেশ।
পঞ্চাশ বছর যাচ্ছে ছাড়িয়ে বিজয়ের পথে
লাল সবুজ পতাকা ওড়াই চড়ে শান্তির রথে।