কবি ও পাঠকের কবিতা
কবিতা তুমি কই…?
পাখিডাকা ভোর গাঁয়ের সেই মেঠো-পথ
নির্জন একলা হাঁটতে থাকি
কোমল হৃদয় ছুঁয়ে তোমাকে বারবার
নিশ্বাসে বিশ্বাসে সুবাসিত শিউলি ফুলে
উদ্যানে তখনো খুঁজি বারংবার।
কবিতা তুমি কই…?
নদীরতীর ঘেঁসে সারি সারি কাশবন
আমিও তখনো তাকিয়ে দেখি
শরৎ মত্ত সেও তোমার প্রেমে
কখনো কখনো শুভ্র কাশফুল
দোলাতে দেখি শেষ গোধূলি সন্ধ্যা।
কবিতা তুমি কই…?
তুমি ঠিক! আমার একার নও…?
খুঁজে ফিরি স্থির পাঠকপ্রিয় মসৃণ অভিজ্ঞতা
কবি'র পাঠক হৃদয় মনোনীত লেখনী গদ্য-কবিতা।