শিক্ষা
অতিমারি যত্রতত্র
ছিলো বন্ধ শিক্ষাক্ষেত্র
মৃত্যুভয়ে ঘরে,
বিশ-বাইশে হয় স্বস্তির খবর
দিলো সরকার শুভ নজর
ছাত্র-ছাত্রী'র তরে।
জানুয়ারির একই দিনে
নতুন বই দান অর্থ বিনে
বিদ্যার্থী সব খুশি,
হই হুল্লোড় সব বন্ধুর সাথে
আজ আনন্দের মালা গাঁথে
ছাত্র শিক্ষক তুষি।
বইয়ের পাতার মিষ্টি ঘ্রাণে
সবাই ফেরে বাড়ির টানে
চঞ্চলা মন দেখে,
মা বলে তাই মিষ্টি হেসে
আপদবিপদ থাকবেই দেশে
পড় বাছা সব রেখে।
ফিরলে বাবা কর্ম সেরে
ছড়া ছবির পাতা নেড়ে
শোনায় বাঘের সাজা,
বাবা'র অন্তর করে দোয়া
দাও গো প্রভু জ্ঞানের ছোঁয়া
মোর খোকা হোক রাজা।