কুণ্ডল
চড়া ঠোঁট
চিলতে রোদ
বাঁকা ধনুকের মুখে।
বড়শিতে তুলে
গা ঝেড়ে
পাকসাট।
জল ঝরিয়ে নেয়
আমাকে
ভাঙা আরশিতে
খণ্ড খণ্ড করে
ত্রিকালদর্শী।
মুখ দেখায়
এরপর
তাঁত বোনা শেষে
উল্টে মেলে ধরে।
মৌ তাঁতী
রোদে শুকায়
যেমন কাপড়।
রাজীব চৌধুরী প্রকাশ:
চড়া ঠোঁট
চিলতে রোদ
বাঁকা ধনুকের মুখে।
বড়শিতে তুলে
গা ঝেড়ে
পাকসাট।
জল ঝরিয়ে নেয়
আমাকে
ভাঙা আরশিতে
খণ্ড খণ্ড করে
ত্রিকালদর্শী।
মুখ দেখায়
এরপর
তাঁত বোনা শেষে
উল্টে মেলে ধরে।
মৌ তাঁতী
রোদে শুকায়
যেমন কাপড়।