মুজিব
প্রধানমন্ত্রী হতে চাওনি তুমি
চেয়েছিলে শুধু মানুষের মুক্তি
ধর্ম দিয়ে দেশ চাওনি তুমি
চেয়েছিলে শুধু মানবতাবাদ আর যুক্তি।
মাথায় গান্ধীর হাত পেয়েছিলে তুমি
অস্ত্র না-ধরে উপায় ছিল না
যার ঘরে যা আছে তা দিয়ে লড়াই
আর কতদিন, এই শোষণ আর বঞ্চনা।
যুদ্ধ হলো, বন্দী হলে তুমি
তিরিশ লক্ষ মানুষের রক্ত
হাজার হাজার মা বোনের সম্ভ্রম
দেশহারা মানুষের যন্ত্রণা,অব্যক্ত।
প্রতীক্ষিত স্বাধীনতা এলো, মুক্তি পেলে
মুক্ত মানুষের দেশে, থাকতে পারলে কই
গান্ধীর মতো চলে গেলে তুমি
অশ্রু ভেজা সাদা পাতা, খোলা বই।
এপার ওপার, সমান সমান কাঁটাতার
রন্ধ্রে রন্ধ্রে তার বিশ্বাসঘাতকতা
কবিতা লিখে যন্ত্রণা তার, লুকোবো কতো
অন্ধ চোখে আমাদের বাকরুদ্ধ স্বাধীনতা।