চড়ুইভাতি
ছোট্টবেলার ছোট্ট হাঁড়ি- ছোট্ট থালাবাটি,
চড়ুইভাতির আয়োজনে তুমুল হল্লাহাটি।
মা'কে ফাঁকি দিয়ে নিতাম কোঁচড় ভরে চাল,
পেয়াজ রসুন কাঁচা লঙ্কা মুষ্টি ভরে ডাল।
শুকনো পাতা গাছে ডালে রান্না করতাম শেষ,
সবাই মিলে খাওয়াদাওয়া-সুখে ছিলাম বেশ।
হারিয়ে গেল চড়ুইভাতি, আহা! ছেলেবেলা।
মনের অতল জুড়ে, স্মৃতির লুকোচুরি খেলা!