না হোক ভেদ
জন্ম আমার ধন্য মাগো, বাড়ি বাংলাদেশে,
সকল ধর্মের মানুষ যেথায় থাকি মিলে মিশে।
কারোও ধর্মে কোন আঘাত করি না কেউ কভু,
কেউ ডাকি আল্লাহ, খোদা, কেউ বা ডাকি প্রভু।
মসজিদে হয় ওয়াক্ত আযান মন্দিরে উলুধ্বনি,
হিন্দু পড়ে গীতার বাণী, মক্তবে কোরান শুনি।
মানুষ যারা সুখ–শান্তিতে সদা লাগায় গোল,
তাদের দেয়া দুঃখখানি ভুলরে মানুষ ভোল।
জ্বালাও পোড়াও দিয়েই যদি সব হতো জয়,
ধর্ম তবে বলতো না এ নীতি আমার নয়।
মানুষেরে কষ্ট দিয়ে হয় না ধর্ম-কথা
ধর্মান্ধ মানুষগুলো ভুলে মানবতা।
নানা লোকের নানা ধর্ম নানা নীতিকথা,
সব'চে বড় ধর্মই হলো বিশ্বমানবতা।
মানুষ যদি নাইবা থাকে কি হবে ভাই ধর্মে,
মানুষ মানুষকে মনে রাখে আদবে ও কর্মে।
চাই না কভু এই দেশেতে ঝগড়া বিবাদ হোক,
ধর্মে ধর্মে না হোক ভেদ আমরা মানুষ লোক।
বাংলা আমাদের মাতৃভূমি বাংলাই প্রিয় দেশ,
মিলে মিশে থেকেই যেনো জীবনটা হয় শেষ।