ভাই বোনের ভালোবাসা
মা-বাবার খুব আদরের
আমরা ছয় ভাই-বোন,
স্নেহ মায়ার স্নিগ্ধ পরশ
করে আদর ও যতন।
ভাইয়ের দুঃখে বোন কাঁদে
বোনের দুঃখে ভাই,
এমন মধুর ভালোবাসা
কোথায় বলো পাই?
মায়ের পরে বোনের স্থান
আর বাবার পরে ভাই,
মায়ের মতন ভালোবাসা
বোনের কাছেই পাই!
বড়, মেজো,সেজো,আর
কনিষ্ঠ সবার আমি,
ভাই বোনের ভালোবাসা
আমার কাছে দামী।