শান্তি খুঁজি
শান্তি খুঁজি ঘরের ভেতর
শান্তি খুঁজি বাইরে,
এই জমিনে শান্তি কোথায়
খুঁজতে চলো যাইরে।
শান্তি হারাই রাস্তাঘাটে
জ্যামে পড়ে গেলে,
বাস ও ট্রেনে শান্তি খুঁজে
হেনস্থাটাই মেলে।
শান্তি খুঁজে ধর্মভীরু
মসজিদ ও মন্দিরে,
শান্তি খুঁজে পাই না সেথাও
মারামারির ভিড়ে।
শান্তি সুলভ সম্প্রীতিরও
ফাটল ধরায় লোকে,
শান্তিপ্রিয় দেশটা আমার
থাকে এখন শোকে।