হেমন্তের রূপ
হেমন্ত ফের আসলো ফিরে
কাক কোকিলের দেশে,
শিশির ভেজা ধানের মাঠে
সূর্য ওঠে হেসে!
হিমেল পরশ দিচ্ছে দোলা
স্নিগ্ধ ব্যাকুল করে,
হলুদবরণ ধানের ক্ষেতে
শুভ্রতা যায় ভরে।
শিউলি বেলী টগর বকুল
গন্ধরাজের বাগে,
মৌমাছিরা মধু কুঁড়ায়
শত অনুরাগে!
দোয়েল কোয়েল শালিক টিয়া
মাছরাঙাটি নাচে,
সবুজ শ্যামল বাংলা ছাড়া
কেমন করে বাঁচে?
ঝাঁকে ঝাঁকে পাখির মেলা
বসছে বিলে ঝিলে,
নানান দেশের বহু পাখি
সোনার বাংলায় মিলে!