টানা টানা চোখ
টানা টানা চোখ
মায়া ভরা মুখ
কপালে লাল টিপ
মনের চার দেয়ালে
জ্বলছে প্রদীপ।
মিষ্টি মিষ্টি হাসি
সুরের যাদু তে
নৃত্য করে বাঁশী
চুম্বকের মতো
টানে দিবানিশি।
কাঁপা কাঁপা ঠোঁট
চিরল চিরল দাগ
বিন্দু বিন্দু জল
মনটা করে তুলে
সারাক্ষণ পাগল।
আলতা মাখা পায়ে
নূপুর পরা মেয়ে
হেলে দুলে যায়
পিছন ফিরে মনটা
বারে বারে তাকায়।