Skip to content

২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হৃদয়ছোঁয়া হেমন্ত

ঋতুর রানি শরত শেষে
হেমন্তকাল আসলো,
সোনার দেশে ফসলমাঠে
পাকা আমন হাসলো।

গানে গানে চাষীরা সব
সোনালি ধান কাটলো,
ধানকে নিয়ে মনের মাঝে
স্বপ্ন হাজার আটলো।

গাছে গাছে শিউলি বকুল
মনের সুখে ফুটলো,
হিমেল হাওয়ায় শহর-গাঁয়ে
শীতটা কিছু জুটলো।

রাতের বেলা জোনাকিরা
বাঁশবাগানে ছুটলো,
ঝিঁঝিঁপোকার ঝিঁঝিঁ সুরে
ছন্দ নতুন উঠলো।

পিঠাপুলির মজার স্বাদে
ছেলে-বুড়ো হাসলো,
নবান্ন উৎসবে আমার
সোনার স্বদেশ ভাসলো।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ