ঘর
বাড়ির মালিক খুব যত্ন নিয়ে তৈরি করেছিলেন বাড়ি।
ইট আর লোহার বেষ্টনীতে মোড়া বাড়িতে
তার নিজের ঘর বড়ই মজবুত আর মনোরম।
তবু নিজের বার্ধক্যে দিন তাঁকে এক অনুভূতি দিল।
ঘর ছোট হোক, সে ঘরের মানুষ হবে অনন্য,
তবেই সে ঘরের মূল্য,
সে ঘর হয়ে উঠবে "ঘর",
সেই ঘরের মধ্যে থাকা, আসবাব,
দেওয়ালে টাঙানো ছবিগুলিও কথা বলে ওঠে,
সবকিছুর মধ্যে লুকিয়ে আছে, ফেলে আসা দিনের কত কাহিনী
সেদিনের প্রাণের স্পন্দন।