Skip to content

২০শে মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিষণ্ণতার মাঝে

আজ হাঁপিয়ে ওঠে ক্লান্ত প্রাণটা পথে চলতে চলতে
শ্বাসরুদ্ধ করে দেয় নগরের বিষাক্ত কৃত্রিম পরিবেশ ,
প্রেমহীন- ভালোবাসাহীন জীবন করে দেয় নিঃসঙ্গ
হৃদয়ে ভাবনার ক্যানভাসে
ফুটে ওঠে বয়সের ভার।

ধুঁকে মরে পাঁজরের অস্থিরা গুমোট বেদনায় ,
খেলা করে চলে মাথার ভিতর অস্থিরতার বুদবুদ।
বেঁচে থাকার সঙ্কট ঠেলে দেয় সংগ্রামের পথে ;
সারারাত জ্বলে মনের গহনে লোভের দাবানল।

অসাড় করে দেয় বোধ, অবশ করে চেতনা ,
চলে অস্তিত্বের ঠোকাঠুকি সারাদিন।

তাকিয়ে থাকে একজোড়া নেশাতুর চোখ ক্ষীণ দৃষ্টিতে,
জানি না কি প্রত্যাশায় !

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ