ঈদ সালামি
মা-বউকে রঙিন শাড়ি
শ্যালিকাকে থ্রি-পিছ।
কেউ বা পেল সান্ত্বনা খুব
কাউকে বললাম পরে নিস!
এই শুনে কেউ রাগ করেছে
কেউবা আবার অভিমান।
কেউবা শেষে পকেটে মোর
চালিয়েছে অভিযান!
কারো দাবী সালামিটা
দেই যেন বেশ পুষিয়ে।
নইলে নাকি দাঁত ভাঙবে
সবগুলো মোর ঘুষিয়ে!
বেশ কিছুক্ষণ নীরব থেকে
বললাম তাদের বুঝিয়ে।
আমারওতো বন্দোবস্ত
হওয়া লাগবে পুঁজি-এ!
ম্যানেজ হলে দেবো ঠিকই
না হয় দেবো সান্ত্বনা।
আমিওতো মানুষ বটে
রোবট কিংবা যন্ত্র না।