Skip to content

২রা অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৭ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

নতুন ধানের হাসি

ধানে ধানে ভরে গেছে
কৃষক এর বাড়ি,
মুখে মুখে হাসি ফুটে
অনাহারীর হাঁড়ী।

পারায় পারায় মেতেছে
আনন্দের বন্যা,
নতুন করে সেজেছে দেখো
গ্রামের ঐ কন্যা।

মুখে হাসি চোখে হাসি
ভরে গেছে মন,
কৃষাণীর মুখে হাসি
গোলা ভরা ধন।

কষ্ট করেছে সবে মিলে
রৌদ্রময় সেই দুপুরে,
মনের আনন্দে মাছ ঘুরে
আঙ্গিনার সেই পুকুরে।

ঘরে ঘরে আনন্দ আজ
নতুন ধানের আগমনে,
বাড়ি বাড়ি উৎসব হবে
সকলের নিমন্ত্রণে।