Skip to content

দেখা হোক কোন এক বৈশাখে 

দেখা হোক কোন এক বৈশাখে 

এই বৈশাখে ধুয়ে মুছে যাক মনের যত 
পুষে রাখা প্রাচীন অভিমান,
ভেঙ্গে যাক মনের গহীনে লুকিয়ে থাকা
হিংস্রতার সমস্ত ডালপালা।
নবীন রূপে ফিরে আসো আবার 
কোন এক রঙিন বৈশাখে শীতল হাওয়ায়।
মনের জমানো কথা গুলো সব তোলা থাকুক
দেখা হোক কোন এক বৈশাখে, 
হাতে যেন অবশ্যই কৃষ্ণচূড়া ফুল থাকে।