বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা)
দু'জাহানের শ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদ (সা),
আমরা যারা হই মুসলমান তারা হলাম তাঁর উম্মত।
তিনি ছিলেন আদর্শবান, সত্যবাদী বীরপুরুষ,
আল আমীন উপাধিধারী কোনো কাজে নেননি ঘুষ।
শান্তিপ্রিয়, মহানুভব, দক্ষ শাসক, নিষ্ঠাবান,
উনার মুখের মধুর বাণী শুনলে জুড়াই তো পরান।
আল কুরআনের অমর বাণী প্রচার করেন আমরণ,
মানবজাতি সারাজীবন করবে তাঁকে তাই স্মরণ।
সমাজসংস্কারক তিনি নিরহংকার, বিনয়ী,
অকল্যাণের বিনাশ করে যুদ্ধে হতেন বিজয়ী।
ছিলেন তিনি নম্র অতি কথা-কাজে সবসময়,
ন্যায়বিচারের মূর্ত প্রতীক যাঁর কখনো হয় না ক্ষয়।
ক্ষমাশীল, পরোপকারী, স্বাবলম্বী মহান লোক,
উনার জন্য আজও মুসলমানের বুকে করুণ শোক।
রাসূল (সা) ভালোবাসা ছাড়া যায় না হওয়া মুমিন তাই,
তাঁকেই অনুসরণ করে চলবো আমরা সর্বদাই।