অন্যের অধিকার
ছদ্মবেশে মানুষের অন্তরালে
সমাজে রয়েছে এখনও বহু,
দুষ্ট চরিত্রের শিক্ষিত ব্যক্তি।
যাহা অন্যের অধিকারকে নিজ অধিকার
অন্যের মতামতকে নিজ মতামত,
সে নিজের করে দাবি ।
যাহা না পাহিলে সে অন্যের
উত্তম কর্মে বাধা করে সৃষ্টি,
হিংসাপরায়ণভাবে অন্যের নামে
মিথ্যা অপপ্রচার চালিয়ে করে ক্ষতি।
যে অধিকারকে দিয়েছে ইসলাম আমানত সম্মান,
রাষ্ট্রীয় দিয়েছে যাহা গণতান্ত্রিক অধিকার।
হে নরাধম ছদ্মবেশী মানুষরুপে শয়তান
ক্ষমতার জোরে, কথার জোরে,
অন্যের অধিকারকে কেন করতে চাস নিলাম!