বিজয় এলো
বিজয় এলো পাখির গানে
কিচিরমিচির শব্দ করে
বিজয় এলো ন' মাস পরে
পাকসেনাদের জব্দ করে।
বিজয় এলো লাল সবুজে
লাগল যে দোল মাঠে মাঠে
বীর বাঙালি রুখে দিলো
শত্রু সেনা ঘাটে ঘাটে।
সবার মুখে ফুটলো হাসি
রইল না আর দুঃখ কোনো
নতুন করে গড়বো এদেশ
মনে হাজার স্বপ্ন বোনো।