Skip to content

২২শে অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কাঠের মেঝে নাকি কার্পেট?

কাঠের মেঝে

আভিজাত্যের ছোঁয়া আনতে এই সময়ে ঘরের মেঝেতে কাঠের ব্যবহারের বেশ একটা চল শুরু হয়েছে। কাঠের মেঝে বা উডেন ফ্লোর প্রক্রিয়াজাত কাঠ ও কাঠের উপরিভাগ বা টেক্সচার দিয়ে তৈরি। ঘরের বনেদি ভাবটাও বজায় থাকে এ ধরনের মেঝেতে। সাধারণভাবে অন্য উপকরণের চেয়ে এর খরচ একটু বেশি পড়ে তবে চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যেও উডেন ফ্লোর লাগানো যায়। এক্ষেত্রে ওক কাঠের পাশাপাশি বাংলাদেশের কেরোসিন, সেগুন ও মেহগনি গাছের কাঠ দিয়েও মেঝে তৈরি করা যায়। তবে সেগুন ও মেহগনি কাঠ দিয়ে মেঝে তৈরি অন্যগুলোর তুলনায় বেশ ব্যয়সাপেক্ষ। কাঠের মেঝে সাধারণত সলিড কাঠ ও কাঠের টাইলস এই দু’ধরনের হয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ