Skip to content

৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কাঠের মেঝে নাকি কার্পেট?

কাঠের মেঝে

আভিজাত্যের ছোঁয়া আনতে এই সময়ে ঘরের মেঝেতে কাঠের ব্যবহারের বেশ একটা চল শুরু হয়েছে। কাঠের মেঝে বা উডেন ফ্লোর প্রক্রিয়াজাত কাঠ ও কাঠের উপরিভাগ বা টেক্সচার দিয়ে তৈরি। ঘরের বনেদি ভাবটাও বজায় থাকে এ ধরনের মেঝেতে। সাধারণভাবে অন্য উপকরণের চেয়ে এর খরচ একটু বেশি পড়ে তবে চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যেও উডেন ফ্লোর লাগানো যায়। এক্ষেত্রে ওক কাঠের পাশাপাশি বাংলাদেশের কেরোসিন, সেগুন ও মেহগনি গাছের কাঠ দিয়েও মেঝে তৈরি করা যায়। তবে সেগুন ও মেহগনি কাঠ দিয়ে মেঝে তৈরি অন্যগুলোর তুলনায় বেশ ব্যয়সাপেক্ষ। কাঠের মেঝে সাধারণত সলিড কাঠ ও কাঠের টাইলস এই দু’ধরনের হয়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ