Skip to content

সমাপ্ত হলো মস্কো ফ্যাশন উইক

মস্কোতে ছয় দিনব্যাপী জমকালো আয়োজনের পর শেষ হলো মস্কো ফ্যাশন উইক মার্চ ২০২৫। এই ফ্যাশন উৎসবে ৯০টিরও বেশি ব্র্যান্ড ও ডিজাইনার তাঁদের অনন্য সংগ্রহ উপস্থাপন করেন।

১৩ মার্চ রাশিয়ার রাজধানী মস্কোর মানাস হল-এ শুরু হওয়া এ আয়োজন প্রতিদিনই দর্শকদের নতুন নতুন চমক উপহার দিয়েছে। দেশি-বিদেশি ডিজাইনাররা তাঁদের নিত্যনতুন পোশাকের সংগ্রহ নিয়ে হাজির হন রানওয়েতে। পাশাপাশি ফ্যাশন মার্কেটেও ছিল ব্যতিক্রমী ডিজাইনের পোশাক ও ফ্যাশন অনুষঙ্গের প্রদর্শনী।

এবারের মস্কো ফ্যাশন উইকের অন্যতম আকর্ষণ ছিল রাশিয়ার উদীয়মান ডিজাইনাররা। তাঁরা নিজেদের ভিন্নধর্মী নকশা ও নতুন ভাবনার পোশাক তুলে ধরার চেষ্টা করেছেন। কাট, রং নির্বাচন ও ডিজাইনের দিক থেকে তাঁদের সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়। এবারের সংগ্রহে কালো ও সাদা রঙের আধিক্য দেখা গেছে। ডিজাইনারদের মতে, সামনে গরম আসছে তাই আরামদায়ক পোশাকের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

রাশিয়ার আবহাওয়া অনুযায়ী, গ্রীষ্মেও পাতলা কাপড়ের জ্যাকেট পরার চল রয়েছে। এই বিষয়টি মাথায় রেখে ডিজাইনাররা হালকা ও নান্দনিক ডিজাইনের জ্যাকেট এনেছেন সংগ্রহে। ‘মেজর’ নামের রাশিয়ান ব্র্যান্ড মেয়েদের জন্য পার্টি ও ক্যাজুয়াল লুকের গাউন, শার্ট, সারাফান, টপ, জ্যাকেটসহ নানা পোশাক প্রদর্শন করেছে।

শুধু মেয়েদের পোশাকই নয় ছেলেদের জন্যও নানান সংগ্রহ দেখা গেছে রানওয়েতে। নতুন স্টাইল, রঙের বৈচিত্র্য ও কাটিং-এ ভিন্নতা এনে ডিজাইনাররা ছেলেদের পোশাকেও নতুন মাত্রা যোগ করেছেন।

১৬ মার্চ আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভারতীয় ডিজাইনার খাদি ইন্ডিয়া ও সামন্ত চৌহান তাঁদের বিশেষ সংগ্রহ উপস্থাপন করেন। খাদি ইন্ডিয়ার সংগ্রহে ছিল শাড়ি, কামিজ, টপ ও সিঙ্গেল কুর্তি। এইগুকো প্রাকৃতিক রঙে রাঙানো হয়েছে।

অন্যদিকে সামন্ত চৌহানের পোশাকগুলোতে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া ছিল স্পষ্ট। তাঁর গাউন, লংড্রেস, জ্যাকেটসহ নানা পোশাকে এমব্রয়ডারি, জারদৌসি ও মোগল মোটিফের কারুকাজ ছিল দৃষ্টিনন্দন।

এক্সিবিশন হলে বসে বিশেষ ফ্যাশন মার্কেট, যেখানে ৬৩টি ব্র্যান্ড তাদের পণ্য প্রদর্শন করে। পোশাকের পাশাপাশি ব্যাগ, জুতা, গয়না, সানগ্লাস ও ঘড়িসহ নানা ধরনের ফ্যাশন অনুষঙ্গও বিক্রির জন্য রাখা হয়।

মস্কো ফ্যাশন উইকের আয়োজক কালচারাল ফাউন্ডেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন (ফ্যাশন ফাউন্ডেশন) জানিয়েছে, আগামী সিজনে আরও নতুন নতুন ফ্যাশন ভাবনা নিয়ে হাজির হবে তারা। ১৮ মার্চ এই জমকালো আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

ফ্যাশনপ্রেমীদের জন্য এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা যেখানে স্টাইল, সৃজনশীলতা ও আধুনিকতার মিশ্রণ দেখা গেছে প্রতিটি ধাপে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ