Skip to content

৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শুভ উদ্বোধন হলো সেলাই এর ধানমন্ডি আউটলেটের!

ফ্যাশন ব্র‍্যান্ড সেলাই এক যুগেরও বেশি সময় ধরে বাঙালী নারীদের যারা পাকিস্তানি সালোয়ার কামিজ পছন্দ করেন তাদের চাহিদা মিটিয়ে যাচ্ছে! ঢাকার অভিজাত এলাকা বনানী, গুলশান, উত্তরার পর এবার ধানমন্ডিতে উদ্বোধন হলো সেলাই এর তৃতীয় আউটলেটের! ধানমন্ডির অরচার্ড পয়েন্ট শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলার ২৩১,২৩২ ও ২৩৩ নাম্বার দোকান জুড়ে রয়েছে আউটলেটটি!

সেলাই এর ম্যানেজিং ডাইরেক্টর রুবাবা আকতার বলেন," ধানমন্ডি বাসীদের অনেকদিনের দাবীর প্রতিফলন এটি। এর আগে তারা শপিং করতে শহরের যানজট ও কোলাহল পেরিয়ে আমাদের বনানী আউটলেটে যেতে হতো।তবে এখন থেকে সেলাই এর অরচার্ড পয়েন্টের এই আউটলেটটিতেই এক্সক্লুসিভ সব কালেকশন পেতে যাচ্ছেন ধানমন্ডি বাসী। স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার স্বার্থে অহেতুক ভীড় এড়াতে আমরা আগামীকাল ২৮শে আগস্ট পর্যন্ত রাখছি গ্র্যান্ড ওপেনিং অফার! "

সেলাই এর চেয়ারম্যান আরিফ চৌধুরী বলেন, " আমরা ক্রেতা বান্ধব সেবা দিয়ে থাকি।ক্রেতারা আমাদের কাছে আশীর্বাদ। আমরা আমাদের ধানমন্ডি আউটলেটটি টিকে এমন ভাবে সাজিয়েছি যাতে তারা ঘরোয়া পরিবেশে শপিং এর অভিজ্ঞতা পায়।"

উল্লেখ্য প্রতিষ্ঠানটি অথেনটিক পাকিস্তান পোষাক বিক্রি করে থাকে।আউটলেটের পাশাপাশি ফেসবুক পেইজের মাধ্যমে দেশজুড়ে ডেলিভারি সুবিধাও দেয় সেলাই।

সেলাই এর ফেসবুক পেইজের লিংকঃ https://www.facebook.com/shelaibd/

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ